কোচবিহার

মাজিদ খুন কান্ডে ধৃতদের ফাঁসির দাবিতে, কোচবিহার আদালতের সামনে কলেজ পড়ুয়াদের বিক্ষোভ

মাজিদ খুন কান্ডে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের ফাঁসির দাবিতে কোচবিহার আদালতের সামনে বিক্ষোভে ফেটে পরলো কোচবিহার কলেজের ছাত্র-ছাত্রীরা। বিক্ষোভের পাশাপাশি এখনও অধরা মূল অভিযুক্ত অভিজিত বর্মনকে গ্রেপ্তারেরও দাবি জানায় তারা।

    কোচবিহার আদালতে মঙ্গলবার তিন অভিযুক্তকে তোলা হয়। গেটের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক ও সাধারন ছাত্র-ছাত্রীরা। পুলিস জানায় ঘটনায় এখন পর্যন্ত ধৃত তিন অভিযুক্ত হলেন সায়ান হক ওরফে লোটাস, নবাব হেদায়েতুল্লাহ ও সঞ্জিত সাহানি। এদের বুধবার সন্ধ্যার পর পুনের চতুর সিংহ পুলিশ স্টেশনের কাছে গ্রীন বার থেকে ওই তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের শিবাজি নগর আদালতে তোলার পরে ট্রান্সজিট রিমান্ডে কোচবিহারে নিয়ে আসে পুলিশ। এদিন ধৃতদের কোচবিহার আদালতে পেশ করা হয়।

    এই ঘটনায় বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীরা জানায়, মাজিদ খুন কান্ডে গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের ফাঁসি চায়। সেই সঙ্গে মূল অভিযুক্তকেও গ্রেপ্তার করা হোক বলে তারা দাবি জানায়।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/QNAFx_ehYgM